স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান বিএনপির ১১ নেতা

0

লোকসমাজ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাতের জন্য সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। রোববার (৫ জানুয়ারি) দলের পক্ষ থেকে এ চিঠি দেয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ১১ জন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরে ওই চিঠি পাঠানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেই সাক্ষাতের এ সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি।