এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকলে দেশে অচিরেই আরেকটি দুর্ভিক্ষ দেখা দেবে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ছাত্রলীগ একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। তাদের কু-কর্মের ইতিহাস, জনগণের জানা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন বলেন, আমরা ছাত্রলীগের হাতে কলম তুলে দেই। ঠিক তখনই পত্র-পত্রিকায় ছাত্রলীগের কুকর্মের ইতিহাস প্রকাশিত হয়। দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল রোববার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশ শুরুর আগে কোতয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে অসংখ্য পুলিশ বিএনপি কার্যালয়সহ আশপাশ এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা সমাবেশ স্থলে গিয়ে মারমুখি আচরণ করেন নেতা-কর্মীদের সাথে। তিনি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি আটক ও হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেন। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বিএনপি কার্যালয়ের আশপাশে টহল দিতে থাকেন এবং দুটি মোটরসাইকেলে উচ্চস্বরে হর্ণ বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। অবশ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গালিগালাজ ও হাত-পা ভেঙে দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই রাজপথে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়াসহ নির্যাতিত নিপীড়িত জনগণের কথা বলে। প্রধানমন্ত্রী তাদের কাজটি সহ্য করতে না পেরে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ বাহিনী দিয়ে তাদের ওপর নির্যাতন চালায়। আজ পুলিশ, ছিনইতাইকারী, ধর্ষণকারী চোর, ডাকাত, শীর্ষ সন্ত্রাসীদের খোঁজ পায় না। অথচ, নিরীহ নিরপরাধ বিএনপি কর্মীদের খুঁজে বেড়ায়। কিভাবে তাদের আটক করে কারগারে নিক্ষেপ করা যায়। কিভাবে সীমান্ত রক্ষা হবে, সে দিকে সরকারের কোন খেয়াল নেই। তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য যেহারে বাড়ছে তাতে আমরা সংকিত কারণ এর ভার বহনের সক্ষমতা জনগণের নেই। এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকলে অচিরেই দেশে আরেকটি দুর্ভিক্ষ দেখা দেবে। দেশের কোথাও কোন সুস্থ স্বাভাবিক পরিবেশ নেই। এ থেকে মুক্তির একমাত্র পথই হলো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি। একটি দুর্বার গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিক্ষোভ সামবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, নগর মহিলা দলের সহ-সভানেত্রী অ্যাড. মাহমুদা খানম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভির রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা সোহেল আহমেদ, মহসিন আলী, পিকুল হোসেন, কাজী তৌফিকুল হক টনি, হাসান ইমাম, ইলিয়াস হোসেন, শিবলী হোসেন অমিত, নিয়াজ মাহমুদ শিশির, শফিউল্লাহ বিশ্বাস প্রমুখ।