যশোর স্বগতকন্ঠের তিনদিনব্যাপী সঙ্গীত কর্মশালা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সাংস্কৃতিক সংগঠন স্বগতকন্ঠের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী সঙ্গীত বিষয়ক কর্মশালা। গতকাল রোববার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সুরধুনী সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জী, কর্মশালার প্রশিক্ষক কল্যাণ ভট্টাচার্য্য, স্বগতকন্ঠের অধ্যক্ষ কাজী শাহেদ নেওয়াজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন ভট্টাচার্য্য প্রমুখ। তিনদিনব্যাপী এই কর্মশালায় সঙ্গীতের ওপর প্রশিক্ষক দেবেন ভারতের জনপ্রিয় টেলিভিশন জি বাংলার সারে গামা পা’র প্রশিক্ষক কল্যাণ ভট্টাচার্য্য। এতে অংশ নিয়েছেন ২৫ শিল্পী।