যশোর পৌরসভার অভিযানে আটক অটোরিকশাগুলোর ভবিষ্যৎ কী?

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে গত কয়েকদিনে পৌরসভার অভিযানে শতাধিক অটোরিকশা আটক হয়েছে। কিন্তু আটক করা এসব অটোরিকশা কী করা হবে তা জানা যায়নি। অভিযান পরিচালনাকারী কর্মকর্তাও এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। অপরদিকে পৌরসভার অভিযানের কারণে যশোরে অটোরিকশার মালিক ও চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
যশোর পৌরসভার প্রকৌশলী কামাল আহমেদ জানান, তারা গত ৩০ ডিসেম্বর থেকে অটোরিকশা ও অটোভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন। ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে তারা ৮০টি অটোরিকশা আটক করেছেন। ৫ জানুয়ারি রোববারও তারা অভিযান চালান। এদিন সন্ধ্যা পর্যন্ত তারা ২৪টি অটোরিকশা আটক করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক করা অটোরিকশা তারা ঝুমঝুমপুর ময়লাখানায় নিয়ে জমা রাখছেন। এই রিকশার বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেয়া হবে তা একমাত্র মেয়র বলতে পারবেন। এ বিষয়ে জানতে রোববার দুপুরে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। তাছাড়া পৌরসভা কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, কয়েকদিন ধরে অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযান পরিচালনার কারণে অটোরিকশার মালিক ও চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।