আন্তর্জাতিক সংবাদ

0

গুজরাটে গান্ধীর ভাস্কর্যের মুণ্ডুপাত!
লোকসমাজ ডেস্ক ॥ ভারতে মনীষীদের ভাস্কর্য ভাঙার রাজনীতি নতুন নয়। এত দিন দেশটির ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর নামে অপমানজনক কথাবার্তা শোনা যেত। এবার সব সীমা ছাড়িয়ে ভেঙে ফেলা হল গান্ধীভাস্কর্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিজেপি শাসিত গুজরাটের আম্রেলি জেলার হরিকৃষ্ণ লেকে। সেখানে মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য ছিল। স্থানীয় সূত্রের বরাতে এই সময় জানায়, শুক্রবার রাতে কয়েক জন দুস্কৃতি এসে ভেঙে দিয়ে যায় মহাত্মা গান্ধীর ভাস্কর্য। ২০১৮ সালে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। ভাস্কর্যের উন্মোচন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোলেইমানিকে হত্যার পর আমেরিকাজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ
লোকসমাজ ডেস্ক ॥ ইরানি মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর আমেরিকার বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছেন সেদেশের সাধারণ মানুষ। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরোধী সংগঠন ‘অ্যানসার কোয়ালিশন’র উদ্যোগে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। ৯/১১ হামলার পর এই সংগঠনের যাত্রা শুরু হয়। টাইমস স্কয়ারসহ নিউইয়র্কের বিভিন্ন জায়গায় মিছিলে অংশ নেয়া মানুষেরা ‘ইরাকে বোমা মারা বন্ধ করো’ বলে ¯ে¬াগান দিতে থাকেন। ইরান-আমেরিকা রীতিমতো মারমুখী অবস্থানে গেছে শুক্রবার থেকে। এদিন ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর অঞ্চলটিতে বেজেছে যুদ্ধের দামামা। সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল¬াহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: চীন
লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রকে ক্ষমতার অপব্যবহার হতে বিরত থেকে সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব বলেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। চীনের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাইফ এর সঙ্গে আলোচনার সময় ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সামরিক অভিযান আন্তর্জাতিক রীতির লঙ্ঘন যা স্থানীয় উদ্বেগ ও অস্থিতিশীলতা বাড়াবে। শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।