নাটোরে এক মাছের দাম ৪০ হাজার টাকা

0

লোকসমাজ ডেস্ক ॥ নাটোরের লালপুরে পদ্মা নদীতে ৪০ কেজি ওজনের এক বাঘাইড় মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায়। রবিবার সকালে মাছটি লালপুর বাজারে বিক্রির জন্য আনা হলে উৎসুক জনতা দেখতে ভিড় জমান। লালপুর বাজার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে জেলে লালনের জালে রবিবার ভোরে মাছটি ধরা পড়ে। পরে সকালে তিনি লালপুর বাজারের ভাই ভাই মাছের আড়তে বিক্রির জন্য আনেন। ওই মাছের ওজন ৪০ কেজি হলে মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের কাছে প্রথমে ৯১০ টাকা দরে বিক্রি করেন। ব্যবসায়ী সাইদুল ইসলাম তাৎক্ষণিক ওই বাজারেই মাছটি নাটোরের মৌখাড়া এলাকার স্বর্ণকার মোজাম্মেল হকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।