উপশহরে বিএনপি নেতা শওকত আলী সকোর ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী সকো ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার রাত ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শওকত আলী সকো উপশহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী কদরের ছোট ভাই।
পারিবারিক সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে দশটার দিকে উপশহর বি-ব্লকস্থ নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শওকত আলী। তাকে সাথে সাথে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মরদেহ বাড়িতে নেয়া হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল রোববার ভোর থেকে তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য বাড়িতে বহু মানুষের ভিড় হয়। মৃত্যুর খবর শুনে যশোর জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম মরহুম শওকত আলীর বাড়িতে যান এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় জেলা মহিলাদলের সহসভাপতি ফেরদৌসী বেগম, নগর মহিলাদলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল বাদ জোহর উপশহর বি-ব্লক মসজিদ প্রাঙ্গনে বিএনপি নেতা শওকত আলী সকোর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দাফন করা হয় ঘোপ গোরস্থানে। নামাজে জানাজায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।