কলারোয়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

0

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের হযরত আলীর ছেলে। রোববার সকাল ১০ টার দিকে সে সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসআর ২ আরবির জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সীমান্তের তলুইগাছা বিজিবির নায়েক সুবেদার ফারুক কামাল কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।