মাদক বিষয়ে যশোরের গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সচেতনতা ও প্রচারাভিযানের অংশ হিসেবে যশোরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসকাব যশোরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও রূপান্তরের সহযোগিতায় বাংলাদেশ ফাউন্ডেশন যশোর জেলা শাখা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশ ফাউন্ডেশনের অ্যাডভোকেসি টিমের আহবায়ক প্রবীণ সাংবাদিক অধ্যাপক মশিউল আযমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল লতিফ, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, মাদকদ্রব্য অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ বাহাউদ্দীন,রূপান্তরের মনিটরিং অফিসার তসলিম আহমেদ প্রমুখ।