সুমাত্রার জঙ্গলে পৃথিবীর সবচেয়ে বড় ফুল

0

লোকসমাজ ডেস্ক ॥ সবচেয়ে বড় মনস্টার ফাওয়ার বা দানব ফুলের খোঁজ পেয়ছেন ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা। কড়া দুর্গন্ধ, পরজীবীয় কিছু বৈশিষ্ট্য এবং আকারের জন্য র‌্যাফেলশিয়া উদ্ভিদকে ‘মনস্টার ফাওয়ার’ বা ‘দানব ফুল’ বলা হয়ে থাকে। মারকিণ গণমাধ্যম সিএনএন জানায়, ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার একটি জঙ্গলে সবচেয়ে বড় র‌্যাফেলশিয়াটির সন্ধান পাওয়া যায়। ফুলটির ব্যাস প্রায় চার মিটার। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের রেকর্ড বলে দাবি করেছে সুমাত্রার প্রাকৃতিক সম্পদ সংরণ কেন্দ্র। সিএনএন আরও জানায়, এর আগে ২০১৭ সালে সবচেয়ে বড় হিসেবে যে ফুলের রেকর্ড হয় সেই ফুলটিও একই জঙ্গলের একই স্থানে ফুটেছিল। দুই বছর আগে ফোটা ফুলটির তুলনায় নতুন ফোটা এই ফুলটি চার ইঞ্চি চওড়া। র‌্যাফেলশিয়া গাছের কোনো শেকড় বা পাতা নেই। এর কারণ কারণ হলো, এরা পরগাছা শ্রেণির উদ্ভিদ। এরা অন্য গাছের ওপর জন্মায়, ওই গাছের পানি ও পুষ্টি শোষণ করে নিজেরা বেঁচে থাকে। র‌্যাফেলশিয়াকে তখনই দেখা যায় যখন এরা আশ্রয়দাতা গাছের উপরিতল ভেদ করে ফুল হয়ে প্রস্ফুটিত হয়। ফুলটির যে খোলামুখ তা দিয়ে বাজে দুর্গন্ধ বের হয়। ওই গন্ধটা অনেকটা পচা মাংসের গন্ধের মতো। সেকারণে অনেকেই ফুলটিকে ‘কর্পস ফাওয়ার’ বা ‘লাশ ফুল’ হিসেবে ডাকেন। ওই দুর্গন্ধের কারণেই অনেক কীটপতঙ্গ ফুলটির পরাগায়ন ঘটাতে কাছে আসতে পারে না। আকারের বিশাল এই ফুলটি ফোটার মাত্র একসপ্তাহের মধ্যে ফুলটি মরে পঁচে যায়।