লোহাগড়ায় বিবদমান দুই পরে বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন পুলিশের

0

শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকায় আইন-শৃংখলা ভঙ্গের আশংকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: দাউদ হোসেনসহ ৩৬ জনের নামে পুলিশ বাদি হয়ে আদালতে প্রসিকিউশন দিয়েছে। গত ২৪ ডিসেম্বর লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল জলিল বাদী হয়ে এ প্রসিকিউশন দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লাহুড়িয়া ডহরপাড়া এলাকায় বিবদমান দু’গ্রুপের লোকজন দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করায় সাধারণ মানুষ বিভিন্ন আশংকা নিয়ে বসবাস করছেন। স্থানীয় লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন এক পক্ষের নেতৃত্বে দিচ্ছেন এবং অপর গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন বর্তমান লোহাগড়া উপজেলা চেয়ারম্যানের পুত্র কামরান শিকদার। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয়গ্রুপের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করায় এলাকায় আইন-শৃংখলা ভঙ্গের আশংকা দেখা দিয়েছে। সাধারন মানুষ চরম আতংকিত হয়ে পড়ে। মাঝে-মধ্যে দুগ্রুপের লোকজন সংঘর্ষেও লিপ্ত হয়। এ বিষয়টি আইন-শৃংখলা বাহিনীর নজরে আসার পর লোহাগড়া থানার ওসি মো: আলমগীর হোসেন কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন। লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান মো: দাউদ হোসেন আদালতে পুলিশের প্রসিকিউশন করার কথা স্বীকার করে বলেন, আমি এখনো আদালতের কোন নোটিশ পাইনি। আমি কোন দাঙ্গা-হাঙ্গামার সাথে জড়িত নই। অযথা আমার নামে আদালতে প্রসিকিউশন দেয়া হয়েছে। অপরদিকে কামরান শিকদারও নিজ নামে আদালতে পুলিশের প্রসিকিউশন হবার কথা স্বীকার করে বলেন, এখনো আদালতের নোটিশ পাইনি। আমি কোন দাঙ্গাহাঙ্গামার সাথে জড়িত না। লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: মনিরুল ইসলাম শনিবার (৪ জানয়ারি) জানান,পুলিশের কঠোর অবস্থানের পর দু’গ্রুপের লোকজন বর্তমানে সহ-অবস্থানে আছে। পুলিশ বাদি হয়ে যে ৩৬ জনের নামে আদালতে প্রসিকিউশন দিয়েছে তারা নিয়ম অনুয়ায়ি আদালতে হাজিরা দেবেন। আদালত তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।