নাগরিক শোকসভায় বক্তারা সকলের প্রিয় মানুষ ছিলেন মোহাম্মদ আলী স্বপন

0

স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্বপনের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার টাউন হল মাঠে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মোহাম্মদ আলী স্বপন অসহায় মুক্তিযোদ্ধাদের পরম বন্ধু ছিলেন। দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে জন্যে তিনি কাজ করেছেন। শ্রমিক মেহনতি মানুষের জন্যেও তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কথা বলতেন। সদা হাস্যোজ্জ্বল মানুষটির জীবনে ব্যক্তিগত লোভ-লালসা ছিল না। সবকিছু মানুষের জন্যে করেছেন। অধ্যক্ষ প্রফেসর আফসার আলীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. অশোক কুমার রায়, বিশিষ্ট কবি ও সাংবাদিক ফখরে আলম, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. এনামুল হক, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার, খয়রাত হোসেন, এএইচএম মাযহারুল ইসলাম মন্টু, আলী হোসেন মনি, জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি ইকবাল কবির জাহিদ, জেলা সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, বাঁচতে শেখার নির্বাহী পরিচালকক ড. অ্যাঞ্জেলা গোমেজ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কামরুজ্জামান প্রমুখ।