অবসরে গেলেন সফল তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল চাকরি থেকে অবসরে গেলেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের সফল তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ। তার স্থলে তত্ত্বাবধায়ক হয়ে আসছেন যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়।  এদিন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সভায় সভাপতিত্ব করেন। তিনি বিদায়ী তত্ত্বাবধায়কের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং সকলের প্রতি নবাগত তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়কে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। মন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি রোগী কল্যাণ সমিতিকে ন্যায্য মূল্যে ওষুধের দোকান চালু করার অনুমতি প্রদান করেন। সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব হিসেবে ডা. মো. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. গিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার রাজেক আহমেদ, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডা. কামরুজ্জামানসহ বিভিন্ন চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণ বক্তব্য রাখেন।
সকাল ৮টায় আবুল কালাম আজাদ হাসপাতালে যান এবং অপরাহ্নে সহকারী পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় এক বেদনাবহ পরিবেশ সৃষ্টি হয়। অশ্রু-সজল নয়নে চিকিৎসক ও কর্মচারীরা পর্যায়ক্রমে এসে তার হাতে হাত রেখে বিদায়ের অনুভূতি ব্যক্ত করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এসে তাদের অনুভূতি ব্যক্ত করেন।