“দেশ আজ এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে”

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ যুব মৈত্রীর যশোর জেলা কমিটির এক সভা শুক্রবার সকাল ১১টায় সংগঠনের নীল রতন ধর রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির জেলা সহসভাপতি শেখ আলাউদ্দিন। সভার শুরুতেই অনশনরত পাটকল শ্রমিকদের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জানুয়ারি মাসকে সাংগঠনিক মাস ঘোষনা করা হয়। এ মাসে জেলার সকল উপজেলা ও আঞ্চলিক কমিটি পুনর্গঠনসহ কর্মীসভার মাধ্যমে জেলা কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন যুবনেতা রুহুল আমিন, মো. মাসুদুর রহমান, চন্দন বিশ্বাস, মন্জুরুল আলম, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, হুমায়ুন কবীর সেতু, লিপ্টন প্রমুখ। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক মামুনুর রশিদ। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ আজ এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে। দেশে সুশাসন নাই। ঘুষ, দুর্নীতি, লুটপাট, মারামারি, হানাহানি, গুম হত্যা, সাম্প্রদায়িকতা ইতাদি বিরাজমান। তরুণ-যুব সমাজের ভবিষ্যৎ আজ লুট হয়ে যাচ্ছে। লুট হচ্ছে দেশের সম্পদ, ব্যাংক, শেয়ার বাজার। দখল হচ্ছে জনগণের সম্পদ। এই লুটেরা সরকার থেকে এসব দাবি আদায় করতে হলে যুব সমাজকে জাগতে হবে, জাগাতে হবে। এই কাজটি করতে দেশপ্রেমিক যুবসমাজকে এগিয়ে আশার আহবান জানান নেতৃবৃন্দ।