ঝিকরগাছায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-বেনাপোল মহাসড়কে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সুরোত আলী (৬৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী মহসিন আলীর ইটভাটার শ্রমিক। দুর্ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ সুরোত আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির বাসটি তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।