যশোরে ৫,৬ ও ৭ : জানুয়ারি স্বগতকণ্ঠের সঙ্গীত কর্মশালা

0

লোকসমাজ ডেস্ক ॥ স্বগতকণ্ঠ যশোর তিন দিনব্যাপী সঙ্গীত বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। আগামী ৫, ৬ ও ৭ জানুয়ারি-২০২০ অনুষ্ঠেয় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের গুণী শিল্পী ইন্ডিয়ান আইডল একাডেমির মেন্টর ও জি বাংলা সা-রে-গা-মা-পা’র গ্রুমার কল্যাণ ভট্টাচার্য্য। সহযোগী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার প্রভাতী সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ ও বারাসাত গায়ন সঙ্গীত কলাকেন্দ্র-এর পরীক্ষক চন্দন ভট্টাচার্য।
প্রশিক্ষণের বিষয়: ভয়েস ট্রেইনিং, পারফর্মিং আর্ট, রিয়েলিটি শো গ্রুমিং এবং ট্রাডিশনাল কাসিক মিউজিক। যশোর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।