‘সাংবাদিক অশোক সেনের দেশপ্রেমের আদর্শ অনুসরণ করতে হবে’

0

স্টাফ রিপোর্টার ॥ ‘সাংবাদিক অশোক সেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও সনদপত্র নিয়ে গেজেটে নাম লেখাতে কখনো আগ্রহী হননি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি সনদপত্র নিতে কখনো আগ্রহী হননি। তার দেশপ্রেমের আদর্শ অনুসরণ করলে তার প্রতি যথাযথ সম্মান দেখানো হবে’।
প্রথম আলোর যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের দশম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার বিকেলে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো যশোর বন্ধুসভা ও অশোক সেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রথম আলো অফিসে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, ‘অশোক সেনের আর্থিক অভাব থাকলেও অসৎ পন্থায় টাকা উপার্জন করেননি। সাংবাদিকতা জীবনে অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ। কোন ধরনের লোভ-লালসা তাকে আচ্ছন্ন করতে পারেনি’। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও সনাক যশোরের সভাপতি সুকুমার দাস, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর, যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার বার্তা সম্পাদক এইচ আর তুহিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। সমাপনি বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রায়ত অশোক সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। ২০১০ সালের ৩ জানুয়ারি অশোক সেন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।