অবশেষে আগুনে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ ভিুক শুকুরোননেছা (৬০) অবশেষে মৃত্যুবরণ করেছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। শুকুরোন নেছা শহরের রায়পাড়া তুলোতলা এলাকার মৃত সামছুদ্দিনের স্ত্রী। শংকরপুরের আশরাফুল আলম জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর কুড়ানো কাগজে আগুন ধরিয়ে শুকুরোননেছা শীত নিবারণ করছিলেন। এ সময় পরণের কাপড়ে আগুন ধরে গেলে সর্বাঙ্গ ঝলসে যায় তার। পরে স্থানীয় লোকজন শুকুরোন নেছাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছিলেন।