ঝিকরগাছায় বাসের নিচে চাপা পড়ে ভাটা শ্রমিক নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের হাজেরালী নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় সুরত আলী (৬৫) নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থেকে বাজার করে সুরত আলী হাজের আলী গ্রামে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে একটি বাস (যশোর-জ-১১-০০৩১) যাত্রী নিয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে রাত ৮টার দিকে সুরত আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত সুরত আলী হাজেরালী গ্রামের একটি ভাটার শ্রমিক। তিনি সেখানে বসবাস করেন।