‘গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলা বেআইনি ঘোষণা করতে হবে’

0

লোকসমাজ ডেস্ক ॥ পুলিশের দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন আর শিষ্ঠের লালন করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘সেই পুলিশ যখন শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে কোনও উসকানি ছাড়া হামলা করে, তার মানে তারা সংবিধান লঙ্ঘন করছে। এই সমাবেশ থেকে বলতে চাই, কোনও গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলাকে বেআইনি ঘোষণা করতে হবে।’ শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি জুলুম-নির্যাতন বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে না বর্তমান সরকারের অধীনে কোনও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। তাই আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বাস্তবে আর কোনও পথ নাই।’ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। মানুষের ভোটের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব। অসাংবিধানিক কাজ করে সরকারের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে পুরো নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশনের ওপরে সাধারণ মানুষের ন্যূনতম যে বিশ্বাসটুকু ছিল, সেটা উনারা ধ্বংস করেছেন। দেশের মানুষ বিশ্বাস করে না এই নির্বাচন কমিশন দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাড়ার কোনও ক্লাবের নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতাও এই কমিশনের নাই।’ ভারতের কাছে সরকার আত্মসমর্পণ করেছে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘বিজিবি বলেছে, গত দুই সপ্তাহে চারশ’র বেশি মানুষ ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটাতো হিসাবের কথা, বেহিসাবে কতজন আসছে সেটা জানি না। এই সরকারের যেহেতু সাধারণ মানুষের সমর্থন নাই, তাই ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করে নতজানু নীতি নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা বিপন্ন করছে।’ সরকারকে পরাজিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের কাছে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা কোনও কিছুই আজকে নিরাপদ নয়। তাই এই ফ্যাসিবাদী সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করতে হবে।’