যশোর ২৫০ শয্যা হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ ৪ জানুয়ারি অবসরজনিত ছুটিতে যাচ্ছেন। শেষ কর্মদিবস উপলক্ষে যশোর মেডিকেল কলেজের শিক্ষক ও হাসপাতালের চিকিৎসকরা গতকাল তত্ত্বাবধায়ককে বিদায় সংবর্ধনা দিয়েছেন। হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. গিয়াস উদ্দিন, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, যশোর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আক্তারুজ্জামান, বিএমএ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এম এ বাশারসহ সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক সেবিকা ও কর্মচারীরা বক্তব্য রাখেন। এ সময় ডা. মো. আবুল কালাম আজাদের ২ বছর ৭ মাসের বেশি সময় দায়িত্ব পালনকালে তার ঐকান্তিক প্রচেষ্টা, অল্প সময়ে ৫৫ প্রকার উন্নয়ন কার্যক্রম ডিসপ্লে বোর্ডে প্রদর্শন করা হয়। এরপর স্মৃতিচারণ ও হাসি-কান্নার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এ সময় চিকিৎসকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও তাকে চায়ের টেবিল চেয়ার উপহার দেয়া হয়। যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের শিক্ষক ডা. মো. রবিউল সলামের সঞ্চালনায় ৫৫ প্রকার উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। বলা হয় ডা. মো. আবুল কালাম আজাদ যশোর শহরের ছেলে। সঙ্গত কারণেই নিজের দায়িত্ববোধ থেকে অতি অল্প সময়ে তিনি হাসপাতালের উন্নয়ন করতে পেরেছেন। তাছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের কাছে দলমত নির্বিশেষে অত্যন্ত প্রিয়। তাই রাজনৈতিক ও সামাজিকভাবে সকলে তাঁকে সাহায্য করেছেন।