১১ বছর আগের হত্যা চেষ্টা মামলায় এক বছর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ ১১ বছর আগে যশোর শার্শা উপজেলার পাঁচভুলোটে মারপিট ও হত্যা প্রচেষ্টার ঘটনায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তাকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদানের এই আদেশ দেন। একই সাথে তাকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী পাঁচভুলোট গ্রামের ইমান আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পাঁচভুলোট গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ ঢালীর সাথে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধলে ২০০৮ সালের ১৫ ডিসেম্বর সকালে আসামিরা তাকে মারপিট এবং হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় আব্দুল মজিদ ঢালীর স্ত্রী মনজিলা আকতার ৮ জনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন। এ মামলায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত দণ্ড প্রদান করেন।