শার্শায় সাড়ে ৭ কেজি সোনা চোরাচালান মামলায় আটক যুবকের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শায় সাড়ে ৭ কেজি সোনা চোরাচালানের সাথে জড়িত সন্দেহে মাসুদ রানা নামে এক যুবককে গত বুধবার আটক করেছে ঢাকার সিআইডি পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে সিআইডি পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল। মাসুদ রানা শার্শা উপজেলার গোকর্ন গ্রামের আলী হোসেন সরদারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ আগস্ট রাতে শার্শার শিকারপুর বিওপি’র বিজিবি সদস্যরা স্থানীয় নারিকেলবাগান এলাকায় টহল দেয়ার সময় দেখতে পান, কয়েক ব্যক্তি ভারত সীমান্তের দিকে যাচ্ছেন। এ সময় বিজিবি সেখান থেকে মহিউদ্দিন তরফদার শান্তি নামে এক ব্যক্তিকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যান। পরে বিজিবি শান্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২৪ পিস সোনার বার উদ্ধার করে। এছাড়া পালিয়ে যাওয়া ২ ব্যক্তির ফেলে দেয়া ব্যাগ থেকে আরো ৪শ’ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৭ কেজি ৪৫০ গ্রাম। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে চোরাচালান দমন আইনে তিনজনকে আসামি করে শার্শা থানায় মামলা করা হয়। মামলাটি প্রথমে শার্শা থানা পুলিশ এবং পরে ঢাকার সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর আরশেদ আলী মণ্ডল ওই সোনা চোরাচালানের সাথে জড়িত সন্দেহে মাসুদ রানাকে আটক ও ৭ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।