কালিয়ায় সংঘর্ষে আহত আসলাম গাজীর মৃত্যু

0

কালিয়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের কালিয়ায় সংঘর্ষে আহত আসলাম গাজী (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামে দু পরে সংঘর্ষে আসলাম গাজীসহ ৫ জন আহত হন। ঘটনার দিন চালিতাতলা খালে মাছ ধরা নিয়ে কাক্কা মোল্যা ও ইদ্রিস গাজী গ্র“পের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যান আসলাম। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।