চাচিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় কম্পিউটার প্রশিক্ষক খুন,আটক ৩

0

কালিয়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের কালিয়ায় চাচিকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জহিরুল মোল্যা (২৫) নামে এক কম্পিউটার প্রশিক্ষক খুন হয়েছেন। গত বুধবার রাতে কালিয়া উপজেলার নড়াগাতি বাজারে তাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জহিরুল মোল্যা নড়াগাতি গ্রামের আকুব্বার মোল্যার ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে থেকে নড়াগাতি গ্রামের মৃত তায়জল মোল্যার ছেলে জাহিদুল মোল্যা কম্পিউটার প্রশিক্ষক জহিরুল মোল্যার বিধবা চাচিকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ফলে জহিরুল এর প্রতিবাদ করেন। ঘটনার প্রতিবাদ করা ও লোক জানাজানিকে কেন্দ্র করে ওই দু জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে বুধবার রাত আটটার দিকে নড়াগাতি বাজারে জাহিদুল ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় জহিরুলের। এক পর্যায়ে তারা জহিরুলকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে রাত নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। এরা হচ্ছেন-নড়াগাতি গ্রামের টুটুল লস্কার (৩২), রনি লস্কার (২৮) ও হান্নান মোল্যা (৫৫)। নড়াগাতি থানা পুলিশের ওসি মো. আলমগীর কবির বলেন, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।