বিশ্ব সেরা অর্থমন্ত্রী মুস্তফা কামাল

0

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ফিন্যান্সিয়াল টাইমস গ্র“পের মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার ২০২০ সালের জন্য ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০ এ ভূষিত করেছে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়ে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়। দ্য ব্যাংকার পত্রিকাটি ১৯২৬ সাল হতে প্রকাশিত হচ্ছে। যা পৃথিবীর ব্যাংকিং সেক্টরের ইন্টেলিজেন্স হিসেবে খ্যাত। তারা ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারটি ২০০৪ সাল থেকে প্রচলন করে। বিশ্বের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনাসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিতে গৃহীত পদপে বিবেচনা করে এ পুরস্কার ঘোষণা করা হয়। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চল থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হয়েছেন। গত বছর এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। তার আগের বছর ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং ২০১৭ সালে আর্জেন্টিনার অর্থমন্ত্রী সেরা হয়েছিলেন। অর্থমন্ত্রী পুরস্কারটি দেশের জনগণকে উৎসর্গ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।