নির্যাতনে জর্জরিত একজন নেতাকর্মীও ছাত্রদল ছেড়ে যায়নি: আলীম

0

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয়তাবাদী ছাত্রদলকে যারা দুর্বল ও ভঙ্গুর সংগঠন আখ্যায়িত করেন, তাদেরকে সমালোচনা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বলেছেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীরা বিরুদ্ধে অসংখ্য মামলা। কারা নির্যাতন আর হামলায় তারা জর্জরিত। তারপরও একজন নেতাকর্মীও ছাত্রদল ছেড়ে যায়নি। রাজপথ ছেড়ে যায়নি।
রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদলের প্রতিষ্ঠা করেছিলেন। আর গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যে সংগঠনের বিকাশ- সেই সংগঠনকে কেউ ধ্বংস বা বিনাশ করতে পারবেনা দাবি করে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক আলীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার হবে ছাত্রদলের হাত ধরেই। ২০২০ সাল হবে স্বৈরাচারী সরকারের পতনের বছর। আর সে বিজয় আসবে ছাত্রদলের হাত ধরেই। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত এক বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে সংগঠনের জেলা শাখা। এ উপলক্ষে নগরীতে বিশাল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন থানা থেকে একের পর পর এক মিছিল এসে সমাবেশে যোগ দেয়। সমাবেশের মূল দাবি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- শফিকুল আলম তুহিন, অধ্যাপক সেলিম আহমেদ মিয়া, শেখ সাদী, মাসুদ পাভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারী, শামীম কবির, তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, হাফিজুর রহমান, মিরাজুর রহমান মিরাজ, আতাউর রহমান রুনু, খান ইসমাঈল হোসেন, মতিউর রহমান বা”চু, রফিকুল ইসলাম বাবু, বিকাশ মিত্র, শহিদুল ইসলাম শহিদ। বিশেষ বক্তা ছিলেন ছাত্রদল নির্বাহী সম্পাদকের সহ সভাপতি পার্থদেব মন্ডল ও সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় নেতা মোকলেছুর রহমান, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।