কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণ রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহনাজ পারভীন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. কৌশিক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা। সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।