ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : ঝিকরগাছায় শহীদ ওলিয়ার রহমানের কবর জিয়ারত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বুধবার সকালে ঝিকরগাছায় শহীদ ওলিয়ার রহমানের কবর জিয়ারত, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল শহীদ ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে (বিশ্ব ইজতেমা) আগত হাফেজ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সরদার শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কাদের বাবলু, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন সোহাগ, মোনাজ্জেল হোসেন লিটন, নুরুজ্জামান বাবু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আব্দার, পৌর ছাত্রদলের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কোমল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।