মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

0

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু পরে সংঘর্ষে আসলাম গাজী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে। সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ ১০ জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত আসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, কালিয়ার চালিতাতলা গ্রামের কাদের মোলা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে ওই গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পরে লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পরে নারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।বাকি আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন কিনিকে ভর্তি হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।