নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মাতলো যশোরের ক্ষুদে শিক্ষার্থীরা

0

বিএম আসাদ ॥ নতুন বছরের প্রথম দিনে যশোর ুেজলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ৬ লাখ শিক্ষার্থী পেল ২০২০ শিক্ষাবর্ষের প্রায় অর্ধকোটি বই। এ সব বই পেয়ে ুদে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দে মেতে ওঠে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ গকাল সকাল ৯টায় যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা সরকাির প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাম্মী ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএমএ খালেক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, শিক্ষা কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, মুকুল হায়দার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অতিরিক্ত জলো প্রশাসকগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেনস। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কেএম গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোস্তফা এইসি। যশোর সরকারি এমএম কলেজের উপাধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুরূপভাবে যশোর সম্মিলনী ইন্সটিটিউশন, এমএসটিপি স্কুলি এন্ড কলেজ, যশোর পুলিশ লাইন স্কুল, ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়সহ জেলা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, সকল মাধ্যমিক বিদ্যালয়, দাখিল, ইফতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অনুরূপভাবে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড়ে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে। নতুন বই পেয়ে তারা উল্লাস প্রকাশ করে। যশোর সদর উপজেলা, অভয়নগর, কেশবপুর, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর ও শার্মা মিলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭শ’ ৬৯ জন। তাদের মাঝে বিতরণ করা হয় ১৪ লাখ ৫৫ হাজ৭ার ৭৫টি বই। এছাড়া প্রি-প্রাইমারীতে সম্ভাব্য নতুন ুদে শিক্ষার্থীদের জন্য ৫৪ হাজার ৯শ’ এবং ইংলিশ ভার্ষনের জন্য ৪ হাজার ৪শ’ ৬৭টি বই বরাদ্দ রাখা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আল জানিয়েছেন , মাধ্যমিক স্তরে ৩০ লাখ ৭ হাজার ১শ’ ৯৭টি, দাখিলে ৮ লাখ ৬৩ হাজার ৯শ’, ইবতেদায়ীতে ৪ লাখ ৭৭ হাজার ৭শ’ ৬টি, ইংলিশ ভার্ষনে ১৩ হাজার ৯শ’ ৯৫টি, এসএসসি ভোক-৫৭ হাজার ৩শ’, দাখিল ভোক ১ হাজার ২০টি ও ট্রেড কোর্সে ২৪ হাজার ১শ’ ৬০টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মাধ্যমিকে ২ লাখ ১০ হাজার, ইংলিশ ভার্ষনে ৭শ’ ৮০ জন, দাখিলে ৫৬ হাজার ৫০ জন, ইবতেদায়ীতে ৬৭ হাজার ৯৫ জন, দাখিল ভোক- ৭০ জন এবং এসএসসি ভোক- ৪ হাজার ৪শ’ জন শিক্ষার্থী রয়েছে। বলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএমএ খালেক জানিয়েছেন।