বাঘারপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পোস্টারিং : হামলায় আহত ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর খবিউর র হমান কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর শাস্তির দাবিতে এলাকায় পোস্টার মারা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক এক ব্যবসায়ীকে মারপিট ও রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রক্তাক্ত আজিজুর রহমান (৪৫) একই উপজেলার বেতালপাড়া গ্রামের মৃত বিশারত লস্কারের পুত্র। যশোর শহরের পুরাতন কসবা পিটারসন রোডস্থ একটি বাসায় তিনি ভাড়া থাকেন।
আজিজুর রহমানের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস জহুরপুর খবিউর রহমান কলেজের আজিজুর রহমোন জানিয়েছেন,. গতকাল দুপুর ২টার দিকে মোটরসাইকেলযোগে কলেজে তিনি তার স্ত্রীকে আনতে যান। শিক্ষকদের মিটিং চলার কারণে তিনি গেটের সামনে অপেক্ষা করছিলেন। আজিজুর রহমান স্থানীয় জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলু পাটোয়ারীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি ১০/১২ জন লোকক দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় বেদম প্রহার করলে তার মাথা কেটে যায়। রক্তাক্ত অবস্থায় বিকেলে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হামলার কারণ হিসেবে আজিুর রহমান জানিয়েছেন, তিনি দেলুর প্রতিপক্ষ কাজল গ্রুপের সমর্থক। জহুরপুর খবিউর রহমান কলেজের সমাজ বিজ্ঞান বিবাগের এক শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ এনে গত মঙ্গলবার রাতে কে বা কারা মোস্টার মারে। কলেজের ছাত্রীরা তাদের যৌন নির্যাতনের কথা কলেজের অধ্যক্ষকে জানিয়েছেন। কলেজ অধ্যক্ষ বিষয়টি মোবাইল ফোনে রেকর্ড ও ভিডিও ধারণ করে রেখেছেন। আজিজুর রহমানের অভিযোগ, কলেজের ওই শিক্ষকের বিরুদ্ধে দেয়ালে পোস্টার মারার ঘটনায় তাকে (আজিজুর রহমানকে) সন্দেহ করে ইউপি চেয়ারম্যান এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান দেলু পাটোয়ারীর সাে যোগাযোগ করা হলে তিনি দৈনিক লোকসমাজকে বলেন, এটা ঠিকজ না। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এসব করছে এবং গুজব রটাচ্ছে।