কেশবপুরে অজ্ঞান পার্টির কবলে এক ব্যবসায়ী

0

স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে যশোরের কেশবপুরে আব্দুল গফফার (৩০) নামে এক ব্যবসায়ী ২০ হাজার টাকা খুঁইয়েছেন। নতুন বছরের প্রথম দিনে গতকাল দুপুরে কেশবপুর থেকে উদ্ধার করার পর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল গফফারের বাড়ি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুরে। তিনি ওই গ্রামের মৃত আফসার আলীর পুত্র। তার প্রতিবেশী ইলিয়াস হোসেনব জানিয়েছেন, মআব্দুল গফফার কাঁচামালের ব্যবসায়ী। তিনি সকালে কেশবপুরে কাঁচামাল বিক্রি করে আব্দুল গফফার দুপুরে বাড়ি ফিরছিলেন। কেশবপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অজ্ঞান করে ফেলে এবং তার কাছে থাকা অনুমান ২০ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করার পর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।