যশোরে সাবেক চরমপন্থি হোসেন হত্যাকাণ্ডে আরো একজন আটক, আদালতে স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাবেক চরমপন্থি ও বিশেষ আনসার সদস্য হোসেন আলী তরফদার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পিকুল হোসেন (২০) আরো এক দুর্বৃত্তকে আটক করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রাম থেকে গত মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম পিপিএম জানান, পিকুল হোসেন বিশেষ আনসার সদস্য হোসেন আলী খুনের অন্যতম নায়ক সন্ত্রাসী জুয়েল-মুন্না গংয়ের সহযোগী। সে হাশিমপুর বাজার এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে বাউলিয়া গ্রামে অভিযান চালিয়ে তারা পিকুল হোসেনকে আটক করেন। বাউলিয়ায় তার মামা মাসুদুর রহমান মুক্তির বাড়ি। হোসেন আলীকে খুন করার পর সে পালিয়ে মামার বাড়িতে আত্মগোপন করে ছিলো। তিনি আরো জানান, আটক পিকুল হোসেনকে তারা বুধবার আদালতে সোপর্দ করেছেন। এ সময় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সকালে হাশিমপুর বাজারে প্রকাশ্যে সাবেক চরমপন্থি হোসেন আলী তরফদারকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষ চরমপন্থিরা। এলাকার সর্বহারা পার্টির জুয়েল-মুন্না গং এ হত্যাকাণ্ড ঘটায়। ডিবি পুলিশ এ ঘটনায় জড়িত ৮ জনকে ইতোমধ্যে আটক করেছে। এর মধ্যে আনোয়ার হোসেন ও ছোট বাবু নামে ২ জন দুর্বৃত্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সর্বশেষ হত্যাকাণ্ডে জড়িত পিকুল হোসেনকে আটক করে ডিবি পুলিশ। এ নিয়ে ৯ জনকে আটক করা হলো। তবে খুনের অন্যতম নায়ক জুয়েল ও মুন্নাকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি ডিবি পুলিশ।