মনিরামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার যশোরের মনিরামপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। থানা ছাত্রদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, থানা শাখার সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, থানা যুবদলের সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারাম্যান নিস্তার ফারুক, জুলফিকার আলী ভূট্টো, আব্বাস উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, থানা শাখার সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ, মহিবুবুল আলম মামুন, ইমরান নাজির, নুরুজ্জামান, মনিরুজ্জামান রুবেল, মাসুদ পারভেজ রুবেল, জিয়াউল হক জিয়া, রেজাউল ইসলাম, ফিরোজ হোসেন, অলিয়ার রহমান, আবদুল গফ্ফার প্রমুখ।