আতসবাজি, প্রার্থনা ও নেচে গেয়ে দু’হাজার বিশ সালকে স্বাগত বিশ্ববাসীর

0

লোকসমাজ ডেস্ক॥ আমাদের এ বিশ্ব আজ বুধবার পয়লা জানুয়ারী আতসবাজির ফুলঝুরি জ্বালিয়ে, রাতভর নেচে গেয়ে – প্রার্থনা নিবেদন ক’রে নতুন বছর দু’হাজার বিশ সালকে স্বাগত: জানিয়েছে।
আমাদের এ বিশ্ব আজ বুধবার পয়লা জানুয়ারী আতসবাজির ফুলঝুরি জ্বালিয়ে, রাতভর নেচে গেয়ে – প্রার্থনা নিবেদন ক’রে নতুন বছর দু’হাজার বিশ সালকে স্বাগত: জানিয়েছে।
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিবারের মতো এবারেও বিপুল জন সমাগম হয় – আতসবাজির উৎসব চলে – সঙ্গীতের সূরলহরী ঝংকার তোলে ব্রাজিলের সেই বিখ্যাত কোবা কাবানা সমুদ্র সৈকতে। কয়েক লক্ষ মানুষ জমায়েত হয় রিও ডি জেনীরোর আতসবাজির উৎসব দেখতে।
আতসবাজি ঝলকে ওঠে প্যারিসের আকাশে – মস্কোয় ক্রেমলীনের বিশালাকৃতির ঘড়িতে ঘন্টাধ্বনী আওয়াজ তোলে নতুন বছরের আগমনী সঙ্গীতের। দশ মিনিটস্থায়ি আতসবাজির উৎসব চলে দুবাইয়ে- জাপান নববর্ষকে অভ্যর্থনা জানায় বৌদ্ধ মন্দিদের ঘন্টাধ্বনীর মধ্যে দিয়ে।
এশিয়ায়- প্রশান্ত মহাসাগরবর্তী অঞ্চলে, অস্ট্রেলিয়ায়, সীডনী হারবারে আতসবাজির ফুলঝুরি আলোক মালায় উদ্ভাষিত ক’রে তোলে সমগ্র আকাশ। নতুন বছরকে মোবারকবাদ জানাতে উৎসব হয় –বাংলাদেশ,ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য – মায় অতলান্তিকের এপারে যুক্তরাষ্টেও।
সবার জন্যে টুয়েন্টি টুয়েন্টি দর্শন নন্দনের মতোই দ্যুতিময় হয়ে উঠুক এ নতুন বছর টুয়েন্টি টুয়েন্টি।