লোহাগড়ায় ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া থানার পুলিশ ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। মঙ্গলবার সকালে লীপাশার চৌরাস্তা বাজারে বিক্রিকালে এই পলিথিন জব্দ করা হয়। সকাল ১১ টার দিকে চৌরাস্তা বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রিকালে পুলিশের এসআই মিল্টন সেগুলো জব্দ করেন। পলিথিন বিক্রেতা পাঁচুড়িয়া গ্রামের মসিয়ার মোল্যার ছেলে সজিব মোল্যা বলেন, পলিথিনগুলো তার ভাই আরিফ মোল্যার গোডাউন থেকে আনা হয়েছে। তবে আরিফ মোল্যা বলেন, পলিথিনের মূল মালিক ব্যবসায়ী হরিচান বিশ^াস। এ ব্যাপারে জানার জন্য হরিচান বিশ^াসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। লোহাগড়া থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, হরিচান বিশ^াস গত কয়েক মাস আগে প্রায় ৭০ হাজার টাকার পলিথিনসহ ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়।