কপিলমুনি সহচরী স্কুলের শিক্ষকের দুর্নীতির অভিযোগে লিগ্যাল নোটিশ

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পৌত্র। জানা গেছে, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ইতিপূর্বে প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র অনুপম সাধু খুলনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছিলেন। মঙ্গলবার তার পক্ষে অ্যাডভোকেট আর. কে হাজরা প্রধান শিক্ষককে লিগ্যাল নোটিশ এবং শিক্ষা ও স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে অবগতিপত্র প্রেরণ করেছেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশের বিরুদ্ধে এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম পরিচালকের নাম ভাঙিয়ে সাধারণ শিক্ষকদের নিকট থেকে ৫ লাখ টাকা গ্রহণ, বিদ্যালয়ের কোয়ার্টার ব্যবহার না করে সরকারি তহবিল থেকে নিয়মিত বাড়ি ভাড়া উত্তোলন, নিয়োগ বাণিজ্য, আবাসিক কোয়ার্টার নির্মাণে অতিরিক্ত ব্যয়, কাউন্টার স্বাক্ষর না করে ভুয়া ভাউচার প্রদান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন অভিযোগে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয় স্কুলের টি আর প্রতিনিধি কার্ত্তিক চন্দ্র ও স্কুল কমিটির সদস্য কিনুপাল বলেন, যতগুলি অভিযোগ পড়েছে সবগুলিই সত্য ঘটনা। উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীন বলেন, বিষয়টি আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যা খুবই দুঃখজনক। প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ বলেন, আমার চলে যাবার সময় হয়েছে। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।