ঝিকরগাছায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা বি.এম হাইস্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিা অফিস আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন। ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সাধন কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা বি.এম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ব্যানবেইস অফিসার তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, তৌফিক আলম কৌশিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। এর আগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মাসিক সভা, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।