বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহেরকে ঢাকায় স্থানান্তর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় অ্যাপোলো হসপিটালে স্থানান্তর করা হয়েছে। এআর অ্যাম্বুলেন্সযোগে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে তাকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে ঢাকায় নেয়া হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেন। অ্যাপোলে হাসপাতালের ১৫ নং মেডিসিন আইসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার বড় ভাই যশোর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক মো. সাইদুর রহমান জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা অনেকটা ভাল। তিনি আবু তাহের সিদ্দিকীর সুস্থতার জন্যে বাঘারপাড়াসহ যশোরবাসীর প্রতি দোয়া কামনা করেছেন। গত সপ্তাহে বাঘারপাড়ার মহিরণে নিজ বাসভবনে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর করোনারী কেয়ার ইউনিট ও পরে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।