সিরিয়ার যে শহরে মানুষের চেয়েও বিড়ালের সংখ্যা বেশি

0

লোকসমাজ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কাফর নাবল শহরে এখন মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। মাসের পর মাস সিরীয় ও রুশ সেনাদের বোমাবর্ষণের পর বিদ্রোহী নিয়ন্ত্রিত কাফর নাবল এখন ভুতুড়ে নগরীতে পরিণত হয়ে গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক মাইকেল টমসন গিয়েছিলেন ভুতুড়ে নগরীটিতে। তিনি বলেন, ‘কঠিন এই দুঃসময়ে কাফর নাবলের অবশিষ্ট মানুষ এবং বিড়ালেরা পরস্পরকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।’ তিনি যেদিন সেখানে ছিলেন, সেদিন আরেক দফা বোমা হামলা শুরু হয় শহরটিতে। শহরের বাসিন্দা ৩২ বছরের সালাহ জার বাঁচার জন্য তার বাড়ির ইট-পাথরের টুকরো ভর্তি বেসমেন্টের কোনায় একটি টেবিলের নিচে আশ্রয় নেন । তার সঙ্গে একই টেবিলের তলে তাকে ঘিরে ছিল ৬-৭টি বিড়াল। সালাহর মতো তারাও ছিল আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত। সালাহ বললেন, ‘বিড়ালগুলো সঙ্গে থাকলে কিছুটা ভরসা পাই। বোমা যখন শুরু হয় ভয় যেন একটু কম লাগে।’ বিবিসি বাংলা জানায়, কাফর নাবলে একসময় ৪০ হাজার লোকের বসবাস ছিল। এখন সেই সংখ্যা কমতে কমতে বড় জোর ১০০। সেখানে এখন বিড়ালের সংখ্যা মানুষের চেয়ে অনেকগুণ বেশি। শহরটিতে বিড়ালের সংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার বলে ধারণা করা হয়। সালাহ জানান, মানুষ আছে এমন প্রতিটি বাড়িতে এখন কমপে ১৫টি করে বিড়াল রয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা আর বর্বরতার মধ্যে সিরিয়ার এই শহরে মানুষ এবং এই পশুগুলোর মধ্যে যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে, তা সহজে ভাঙার নয়।