বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ গতকাল সোমবার বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৮)। তিনি বাগেরহাট শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রকিবুল ইসলাম রকিব মোটরসাইকেলে মোংলা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মোংলা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রকিবুল ইসলাম রকিব নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, দুর্ঘটনার শিকার রকিব মোংলায় ব্যবসা করতেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সকলে শোকাহত। এদিকে যুবদল নেতার রকিবের মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।