শেখ হাসিনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে:খুলনায় মঞ্জু

0

খুলনা ব্যুরো ॥ অবিলম্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার ল্েয নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। একই সাথে তিনি নির্বাচন কমিশনসহ পুলিশ-র‌্যাব-গোয়েন্দা সংস্থা ও জনপ্রশাসনের যে সব শাখা মধ্যরাতের ভোট ডাকাতিতে অংশ নিয়েছিল তার সবগুলি পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন। ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে অনুষ্ঠিত বিােভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ দাবি জানান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, সেদিন জেলা প্রশাসক-পুলিশ কমিশনার-পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা মিটিং করে নৌকাকে জেতানোর সিদ্ধান্ত নিয়েছিল। র‌্যাব-পুলিশ-বিজিবি-গোয়েন্দা সংস্থা পাড়ায় মহল্লায় দুরমুজ বাহিনীর ন্যায় আচরণ করেছিল। পোলিং এজেন্টদের গণগ্রেফতার, কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তান্ডব চালিয়ে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সারা দেশে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়েছিল। রক্তাক্ত ত-বিত প্রার্থীরা প্রশাসনের কাছে আশ্রয় পায়নি। গণতন্ত্রের হাজার বছরের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনার জন্ম দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, দিবসটি স্মরণে আমরা কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ করেছি। কালো পতাকার মাহাত্ম্য কি তা শেখ হাসিনা বোঝেন না। যেমনটি বুঝতেন না তার পিতা। পিতা চেয়েছিলেন বাকশাল কায়েমের মাধ্যমে চিরদিন মতায় থাকবেন। আর শেখ হাসিনা চান সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে ২০৪১ সাল পর্যন্ত মতা দখলে রাখতে। কিন্ত তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনবিরোধী দেশবিরোধী লুটেরা সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলনের বিজয় হবে। সভা থেকে প্রতিহিংসার মামলার রায়ে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্য তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, খায়রুল ইসলাম জনি, মোল্লা মোশারফ হোসেন মফিজ, রেহানা আক্তার, মাহবুব হাসান পিয়ারু, মুজিবর রহমান, হেলাল আহমেদ সুমন, মোল্লা কবির হোসেন, জুলকার নাইন প্রমুখ। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশে যোগ দেয়। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন।