লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামিন মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে ছাত্রীর বাড়ির সামনে থেকে ইতনা গ্রামের সাত্তার মোল্লার ছেলে আলামিন মোল্লা নিজ বাড়ি ইতনা গ্রামে নিয়ে যায়। বাড়িতে আটকে রেখে দীর্ঘদিন ধরে সে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গত রবিবার ফোনে বিষয়টি ছাত্রী তার মা-বাবাকে জানালে তারা রবিবার রাতে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রীর সাথে যুবকের প্রেমজ সম্পর্ক চলছিল বলে সূত্র জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এনামুল এ বিষয়ে বলেন, ’ছাত্রীর পিতা বাদী হয়ে রবিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন’। তিনি আরো জানান, সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া সে আদালতে জবানবন্দি দিয়েছে। আলামিন মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।