মনিরামপুরে বাসের ধাক্কায় আলমসাধু চালক নিহত

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে রবিবার রাতে ঢাকাগামী একে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় শিহাব হোসেন (২০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। স্থানীয় জনতা বাসটির চালককে আটকের পর পুলিশে দিয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোমবার যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত শিহাব উদ্দিন মনিরামপুর পৌরসভার দুর্গাপুর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। মনিরামপুর থানার এস আই দেবাশীষ মণ্ডল জানান, রবিবার রাত সাড়ে সাতটার দিকে কেশবপুর থেকে শিহাব আলমসাধু চালিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে চিনাটোলা বাজারের পাশে পালপাড়ার সামনে পৌঁছলে ঢাকাগামী একে ট্রাভেলসের যাত্রীবাহী একটি কোচ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উত্তেজিত জনতা কোচটির চালক জামির হোসেনকে আটকের পর পুলিশে দেয়। ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধারের পর সোমবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোচের চালক জামির হোসেনের নামে থানায় মামলা করা হয়েছে। পুলিশ সোমবার দুপুরে চালক জামিরকে আদালতে সোপর্দ করে। তিনি যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।