বাগেরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২১

0

বাগেরহাট ও লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ বাগেরহাট ও নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছে। এর মধ্যে বাগেরহাটে আলাদা দুর্ঘটনায় দুই জন ও লোহাগড়ায় এক শিশু নিহত হয়েছে।
বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে একটি দুর্ঘটনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় খুলনা থেকে শরণখোলাগামী বিআরটিসির একটি বাস বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শী মিজানুর রহমান বলেন, বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলকুল গ্রামের হানেফ শেখের পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে পানিতে নেমে পড়েন। দুর্ঘটনায় প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার বলেন, ‘পুকুরে বাস পড়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাসের নিচে একজনের মরদেহ আটকে আছে। আহত যাত্রীদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল।
এ জেলায় অপর সড়ক দুর্ঘটনায় ক্রেজি জিমনেসিয়ামের পরিচালক কামরান হোসেন (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বাগেরহাট শহর রক্ষাবাঁধের কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান হোসেন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ইসারাত হোসেনের ছেলে। আহতরা হলেন,বাগেরহাট শহরের সরুই এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাকির খলিফা (৩৫), পূর্ববাসাবাটি এলাকার সুবহান তালুকদারের ছেলে মন্টু তালুকদার (৫৫) ও পথচারী মো. সেলিম (৩২) । আহত দুই শ্রমিককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পান্নু মিয়া বলেন, কামরান হোসেন তার এক বন্ধুকে বিসিক এলাকায় এগিয়ে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে শহর রক্ষাবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ট্রাক থেকে আলু নামানোর সময় দুই শ্রমিক ও এক পথচারীও আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কামরান হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা-মহাজন সড়কের লুটিয়া খালচর এলাকায় যাত্রীবাহী মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নয়ন দত্ত(৯) নামে এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপাশা থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক তিনজন যাত্রী নিয়ে মহাজনের পথে রওনা হয়। লুটিয়া খালচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মালবোঝাই ট্রলির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে কুমড়ি মধ্যপাড়া গ্রামের রহমান দত্তর ছেলে নয়ন দত্ত(৯) নিহত হয়। আহতরা হলো, কুমড়ি মধ্যপাড়ার মতিয়ার মোল্যার ছেলে মিরাজুল মোল্যা(১৮) ও বাটিকাবাড়ির সাদিয়ার(১৭)। এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা জানান, হাসপাতালে আনবার আগেই নয়নের মৃত্য হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হয়েছে।