স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্র হকার্স ইউনিয়ন যশোরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভার উদ্বোধনী পর্বে সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সহসভাপতি ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক সমাজের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন। এসময় হকার্স ইউনিয়নের সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন, সহসাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক আজিবার রহমান, ফারুক হোসেন, আবদুল আহাদ, আলিমুর রহমান, মো. তুহিন, জাকির হোসেনসহ সংগঠনের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একই স্থানে দ্বিতীয় অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় যারা পত্রিকা বিক্রি করেনা বা এই পেশার সাথে জড়িত নেই, তারা সমিতির সদস্য থাকতে পারবেন না। একই সাথে বিগত কমিটির অডিট রিপোর্টক্রুটিপূর্ণ থাকায় সেটি নিষ্পত্তির জন্য ২০ দিন সময় চেয়েছেন সাবেক কমিটির নেতৃবৃন্দ। বর্তমান কমিটির অডিট রিপোর্ট সর্বসম্মতি ক্রমে পাশ করা হয়।