স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র আরিফ হোসেন (১৮) মারা গেছে। নিহত আরিফ পৌরসভার তারনিবাস মহল্লার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে এবং তরিকুল ইসলাম পৌর কলেজের ছাত্র।
নিহতের পিতা হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে তার ছেলে আরিফ হোসেন দুই বন্ধুর সাথে একই মোটরসাইকেলে ঘুরতে বের হয়। বেলা দুটোর দিকে চৌগাছায় ফেরার পথে হাকিমপুর-বারোবাজার সড়কের ধুপাদিতে দুর্ঘটনায় পড়ে। এতে আরিফের মাথায় আঘাত লাগে এবং অন্যরা সামান্য আহত হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে আরিফকে বাড়িতে আনা হয়। সন্ধ্যার দিকে সে মারাত্মক অসুস্থবোধ করলে তাকে প্রথমে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরিফ।
