যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আকতারুজ্জামানের কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আব্দুল জলিল খান। উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় ইতোপূর্বে জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে। বিজ্ঞপ্তি
