তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় লোকজনকে অচেতন করে একটি বাড়ি থেকে মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তালা উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জেঠুয়া গ্রামের মৃত গৌরপদ ঘোষের ছেলে আশিষ কুমার ঘোষ (৩০) ও দেবাশীষ কুমার ঘোষ (২৭) জানান, তারা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘরের বারান্দায় তাদের মা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে চোরেরা বাড়ির প্রাচীর টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর তারা বারান্দার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে ২টি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে। তারা জানান, চেতনানাশক প্রয়োগের কারণে তাদের কারো ঘুম ভাঙেনি। পরে ঘুম থেকে জেগে চুরির বিষয়টি জানতে পারেন।
তালা থানা পুলিশের ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
